নিজস্ব প্রতিনিধি,
আধার নিয়ে ফের বিতর্ক l বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এর ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু আধার থাকলেই কি কোনও ব্যক্তিকে ভারতীয় নাগরিক হিসাবে গণ্য করা হবে? না। সোমবার সুপ্রিম কোর্ট ফের একবার স্পষ্ট করে দিয়েছে, আধার কখনই নাগরিকত্বের প্রমাণ নয়। শুধু মাত্র ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এবং পরিচয় প্রমাণের ক্ষেত্রেই আধার সীমাবদ্ধ।সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এবং ভোটারের পরিচয় প্রমাণের ক্ষেত্রে ১২তম নথি হিসাবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে। তবে আধার কখনই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হবে না। ভোটারের পরিচয়পত্র এবং নাগরিকত্বের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। প্রসঙ্গত, এর আগে একইরকম মন্তব্য করেছিল বম্বে হাই কোর্টও। জানিয়ে ছিল, আধার, প্যান বা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ দেয় না। এই নথিগুলি শুধুমাত্র সনাক্তকরণ এবং পরিষেবা পাওয়ার ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য নয়।
akb tv news
09.09.2025